এ অভিজ্ঞতা মোটামুটি সবারই কম বেশি আছে। আমিও ব্যতিক্রম নই। অনেকেই এসব বলতে লজ্জা পায়। কিন্তু আমি তো নির্লজ্জ!!

তাই লিখে ফেললাম ……


আমার পরিবারের এক অদ্ভুত প্রতিভা। এরা পটি চেপে দিতে পারে। কতো এদিক ওদিক ঘুরতে গেছি, এরা কখনো আমাকে ফ্রেস হবে বলে, চাপ দেয় নি। আবার বাতাসের স্বাভাবিক গন্ধও নষ্ট করে না। মাঝে দু, চার প্লেট মোমো মেরে দিলেও, এরা একদম ডেস্টিনিসনে গিয়ে ফ্রেস হয় !!

কিন্তু আমি তো তা নই !! ট্রেন, বাস যাতেই আমি ওভার নাইট জার্নি করি না কেন !! .. আর্থিং হয়ে গেলেই পটি পায়। হাজার পেশী সংকোচন করেও আটকাতে পারি না!! সবাই সব কিছু পারে না, সবার প্রতিভা থাকে না !!

সে বারেও তাই হলো। সারা রাত ঝামেলা নেই, ভোরের দিকেও ঝামেলা নেই। যেই ট্রেন NJP ঢুকবো ঢুকবো করছে, চারিদিকে হুল্লোড়। ঘুমের ঝিমটা কাটিয়ে ট্রেনের মেঝেতে পা ঠেকাতেই,ব্যাস আর্থিং হয়ে গেল। পেশী সংকুচিত করে চেপে দেওয়ার খুব চেষ্টা করলাম কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই সংকোচন আমার মুখের বলিরেখায় প্রস্ফুটিত হলো। তার সঙ্গে কচি ফুলকপির ডাঁটার ঝোল খাওয়া প্রকৃতির বাধ্যতামূলক পলিউসন।

ভাগ্গিস স্লিপার ক্লাস, হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। কিন্তু ওই যে !! সহধর্মিনী, বোন টু বোন know মি … ভ্রু কুঁচকে বললো: তাড়াতাড়ি যাও, সেরে এসো। শুনেই দৌড়। গিয়ে দেখি, ওয়েস্টার্ন ব্লকড, ইন্ডিয়ান খোলা। তাই সই…. তাড়াতাড়ি তাড়াতাড়ি ……

ট্রেন ঢুক ঢুক করে স্টেশনে ঢুকছে। চারিদিকে একটা কলরব। কিন্তু এই যাঃ … পরিষ্কার হতে গিয়ে দেখি, মগের চেন ছোট !! জায়গা অবধি আসছে না। এ তো মহা ঝামেলা। ওদিকে ট্রেন দাঁড়িয়ে গেছে। লোকজন নেমে পরছে, একটা হৈ হৈ ব্যাপার। কিন্তু আমি আনন্দ থেকে বাদ পড়েছি।

কি করি, কি করি !! তার মধ্যে দরজায় ধাক্কা দিয়ে চেনা গলা :: হলো রে, পেট রোগা ?

– চুপ করো তো। তুমি নেমে যাও আমি আসছি। আমি শ্লা মরছি নিজের জ্বালায় !!

কি করি- কি করি !! হটাৎ মাথায় এলো, যদি

মগ আমার যথাস্থানে আসতে না পারে তবে আমি কেন যথাস্থান কে মগ অবধি নিয়ে যেতে পারবো না ?!

তাই করলাম। মগে আবার ছ্যাদা! জল বেশিক্ষন ধরে রাখতে পারে না। অনেকেই পারে না, শুধু মগের দোষ দিয়ে কি লাভ ?

তাড়াতাড়ি তাড়াতাড়ি …..

তারপর শুধু একটাই আওয়াজ…. ছলাৎ, ছলাৎ, ছলাৎ ….

কি শান্তি। স্যান্ডো গেঞ্জি আর বারমুডা পরে স্টেশনে লাফ। বউ সব লাগেজ নামিয়ে নিয়েছে।

এই যাঃ, সোপ পেপার দিয়ে হাত ধোয়া হলো না। যাক গে, চেপে যাই। বাইরে বেরিয়ে না হয় ধুয়ে নেব। আপাততঃ এখন ঘোরার আনন্দে সবাই মশগুল, খেয়াল করবে না।

*****************************************

* জায়গাটা ঠিকমতন জল ঢেলে পরিষ্কার করেছিলাম। ঘেন্না পাওয়ার কিছু নেই।

* আমাকে প্যাক দিলেই আড়ি ….

লেখাটি আপনার ভাল লেগেছে?