'সম্মানীয়' ও 'সম্মাননীয়' শব্দ দুইটির মধ্যে কোনটি ঠিক বা ব্যাকরণসম্মত? জেনে নিন আপনি কোনটি ব্যবহার করবেন...

‘সম্মানীয়’ ও ‘সম্মাননীয়’ শব্দ দুইটির মধ্যে কোনটি ঠিক বা ব্যাকরণসম্মত?

“সম্মাননীয়” শব্দটিই সঠিক। “সম্মানীয়” শব্দটি একটি ভুল বানান।

“সম্মাননীয়” শব্দের অর্থ: মর্যাদাসম্পন্ন, সম্মান প্রদর্শন করা হয়েছে এমন, সমাদৃত।

অর্ঘ্য দত্তের বিশ্লেষণ-

সম্মাননীয় ব্যাকরণগতভাবে শুদ্ধ।

কোনো শব্দ শুদ্ধ কিনা, তা বোঝার জন্য শব্দটির গঠন বা ব্যুৎপত্তি বোঝা জরুরি।

প্রশ্নে আলোচ্য শব্দটি একটি সংস্কৃত এবং প্রত্যয়সাধিত শব্দ। আমরা যদি শব্দটির বিশ্লেষণ করি, তবে পাই সম্+√মানি+অনীয়।

এইখানে সম্ উপসর্গ। উপসর্গের ওপরে শব্দটির সম্মানীয় বা সম্মাননীয় হওয়া নির্ভর করছে না। নির্ভর করছে প্রত্যয়ের ওপরে। তাই বোঝার সুবিধার জন্য আমরা উপসর্গটা বাদ দিয়ে আলোচনা করবো।।

দেখুন, কৃৎ প্রত্যয়টি (যেহেতু ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে) অনীয়। এই প্রত্যয়ের উপস্থিতিই স্পষ্ট বলে দিচ্ছে যে, শব্দমূলটির (এক্ষেত্রে ধাতুর) পরে অনীয় যুক্ত হবে। তাই মান্-এর পরে অনীয় যুক্ত হয়ে হয়ে যাচ্ছে মাননীয়। এই শব্দটি আমাদের অত্যন্ত পরিচিত।

এবারে কেবল এই মাননীয় শব্দটার আগে সম্ উপসর্গ যোগ করে দিন। হয়ে গেলো সম্মাননীয়।

সম্মানীয় শব্দটা সম্ভব হতো যদি শেষে অনীয় প্রত্যয়টি না থেকে ঈয় প্রত্যয়টি থাকতো। যেমনটা হয় জলীয় বা বায়বীয় শব্দের ক্ষেত্রে।

তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search