তুমি-ই আমার এক পৃথিবী... আমার বেঁচে থাকার গান... একথা সব প্রেমিকের। পড়ে ফেলুন লাকি মুহাম্মাদের কবিতা প্রতিশ্রুতি। স্ক্রল করুন একটু নিচে...

প্রতিশ্রুতি

তোমার কপালে হাত ছোঁয়াবো
তোমার হৃদয়ে পাল উড়াবো
তোমার দিঘিতে জল খেলাবো
রাখবো ঠোঁটে ঠোঁট;
আসবে যেদিন আমার তরে
সব ছেড়ে এক ছুট।

তোমার বিশাল আকাশ হবো
তোমার বাগানে ভ্রমর হবো
তোমার চোখে নদী হবো
জড়াবো জীবনের একূল ওকূল;
তোমার গায়ের সুবাস নেবো
রবো যে তোমাতেই মশগুল।

তোমার চুলে বেণি হবো
তোমার খোঁপায় কাঁটা হবো
তোমার আঁচলে বেঁধে দেবো
তুফান উঠা ঝড়;
তোমার বুকেতেই বাঁধবো আমি
ভালোবাসার ঘর।

তোমার উঠোনে শ্রমিক হবো
তোমার বাগানের মালি হবো
মরা গাছে হেসে উঠবে
সবুজ পাতার দল;
হৃদয় খোলা ভালোবাসায়
তোমার হৃদয় করবো জয়।

তোমার জীবনের গল্প হবো
তোমার কবিতার চরন হবো
ছড়িয়ে দেবো ছন্দে ভরা গান;
তুমি-ই আমার এক পৃথিবী
আমার বেঁচে থাকার গান।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search