আসুন কাপড় খুলি
আসুন কাপড় খুলি।
খুলে নিন আজানুলম্বিত পাঞ্জাবী
আর মহার্ঘ্য শান্তিপুরী শাড়ি।
এবারে আপনার সাদা স্যান্ডো,
বুকের কাঁচুলী।
আসুন সাহস করুন,
যাত্রা হোক ক্রমশ: নিচে।
নামিয়ে দিন আপনার পাটভাঙ্গা পায়জামা,
লুটোতে দিন পরনের সায়া।
আপনি পারবেন, পারবেনই।
খুলুন খুলে দিন,
আপনার ওই তেকোনা ল্যাঙ্গোট,
প্যান্টি-
সভ্যতার শেষ চিহ্ন।
এবারে ছাড়িয়ে নিন চামড়া।
মাংশ, চর্বি, হাড়ের জঙ্গলে
নখ ঢুকিয়ে ঢুকিয়ে
ছিঁড়ে খুলে ফেলুন আপনার সব কিছু।
পেঁয়াজের খোসার মতন
আবরণ খুলতে খুলতে মশাই,
হাতে হৃৎপিন্ড টোকা দিলে
ঝুঁকে পড়ে দেখে নিন
ওটা কোন শুয়োরের
দেহ থেকে ছেঁড়া ছিল।