পড়া শুরু করার আগের পড়া। মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন । নিচে...

দোল এবং

দোলের স্মৃতি আমি এখনও বয়ে বেড়াচ্ছি। কপালের ওপর একটা কাটা দাগ। তখন সবে হাফপ্যান্ট ছেড়ে ফুলপ্যান্টে এসেছি। দোলের দিন হাতে বালতি এবং পিচকিরি নিয়ে ঘর থেকে বেরোন হত ৷ সেবারেও তাই। হাতে বাঁদুড়ে রং নিয়ে যখন একে অন্যকে মাখাচ্ছি তখনই কি কারনে যেন গন্ডোগোল শুরু এবং আমার বন্ধুর হাতের বালতির বাড়ি আমার কপালে। কেটে একশা। কিন্তু আশ্চর্য্য ব্যাপার হল কাটা, যন্ত্রনা, রক্তপাত কোন কিছুই আমার মালুম হয়নি। আসলে মুখের বাঁদুরে রং শুকিয়ে চামড়া টেনে ধরেছিল ফলে অনুভূতি ছিল না। দাগটা থেকেই গিয়েছিল। আর বন্ধু বিচ্ছেদও হয়নি। এসব তখন ছোটখাটো ব্যাপার ছিল। ছোটদের কাছে এবং বড়দের কাছেও।

আমার বিশ্বাস পাঠকদের কাছেও এমন ছোটোখাটো অভিজ্ঞতা আছে। সময় করে শেয়ার করবেন অবশ্যই।

এ সংখ্যায় বিভিন্ন লেখকদের রচনায় উঠে এসেছে দোল এবং হোলি নিযে নানান অজানা তথ্য। পড়ুন এবং অন্যদেরও পড়ান।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search