এ মাসের শুরুটা হয় পুরীতে পবিত্র রথযাত্রা উৎসব এর সাথে সাথে। পুরী রথযাত্রা জগন্নাথ দেব এবং বাঙালি এক রহস্যময় বন্ধনে আবদ্ধ। কিছু দিন আগে আমাদের ম্যাগাজিনে শ্রী চৈতন্যদেব এবং তার অন্তর্ধান রহস্য নিয়ে বিস্তারিত লেখা দেয়া হয়েছিল। যদিও লেখাটি পুনর্মুদ্রণ, কিন্তু বর্তমানে মূল লেখাটির খোঁজ পাওয়া বেশ কঠিন। আপনারা অনেকেই লেখাটির প্রশংসা করেছেন। যদিও লেখাটি সংগ্রহ করার প্রশংসার অংশটুকু আমরা রাখছি আর লেখাটির জন্য প্রশংসার মূল অংশটি তুলে রাখছি মাননীয় চৈতন্য গবেষক জয়দেব মুখোপাধ্যায় এবং ২০০০ সালে জয়দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর ঘটনাটি আবার জনসমক্ষে নিয়ে আসার পেছনে যিনি ছিলেন, সেই সাংবাদিক শ্রী অরূপ বসুর জন্য।

এ সংখ্যাতে আপনারা পড়বেন দুটি দুর্দান্ত গল্প, একটি প্রতিবাদী কবিতা, এক নতুন শহরের খবর এবং এখনো সমাধান করা যায়নি এমন এক রহস্যময় পাথরের কথা।

অন্যান্য সংখ্যাগুলোর মতন এর সংখ্যাটিও আপনাদের ভালো লাগবে এ আশা আমাদের আছে। কোন লেখার বিষয়ে আপত্তি, আগ্রহ জানাতে হলে অথবা লিখতে চাইলে যোগাযোগ করতে পারেন [email protected] । এছাড়া লেখার জন্য ব্যবহার করতে পারেন এই লিংকটি – https://lekha.today/you-can-write/

সবাই ভাল থাকবেন। ‘লেখা’ পড়ুন এবং পড়ান।

লেখাটি আপনার ভাল লেগেছে?