'ফিকে' ফিকে হয়ে আসা ভালবাসার সকালে এক নতুন দৃষ্টিভঙ্গি। বাবা পিয়াস তার অনবদ্য লিখনশৈলীতে এক নতুন স্বপ্নময় পৃথিবীর অঙ্গীকার করছেন। মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন নিচে...

ফিকে

একটা আকাশ এনেছিলাম
তুমি শুধু একটু আবীর মেখেই
ফিরে আসবে বলেছিলে..।
বিকেলে একসাথে আকাশ দেখবো তাই
কিচ্ছু করিনি সারাদিন, শুধু ভেবেছি
উত্তর মেরু কে এবার দক্ষিণ মেরুর সাথে মেলাবো
আর রাহুল গান্ধী কে মেলাবো মোদীজির সাথে
তোমার বস কে এভারেস্ট এর চূড়ায় বসে শুধু
গালাগালি করবো, বসন্ত কে মেলাবো হেমন্ত র সাথে
আর ক্লান্ত শরীরে শুধু একবার জিজ্ঞেস করবো
৬ঃ৫০ এর শান্তিপুর কি পেলে ?
আসলে ভালোবেসে ফেলেছি ,
তাই রং আর তোমার মত
সবার সাথে খেলতে পারি না
হ্যাঁ, তবে এটাও
জেনে গেছি যে তুমি
“একদিন সত্যিই আবার একা হবে”

সেদিন দুজনে রং মেখে আকাশ দেখবো
কথা দিলাম।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

পিয়াস ব্যানার্জী ,বাবা পিয়াস পরিচয়েই বেশি স্বচ্ছন্দ। লেখেন কবিতা। আধুনিক এবং মুক্তমনা।

Start typing and press Enter to search