পথ চলা শুরু

দুটি জিনিস ঘটল। ১/ রাজ্যে লকডাউন চালু হল , আর ২/ আমাদের ম্যাগাজিনের পথ চলা শুরু হল। প্রাথমিকভাবে লক ডাউনকে যদি ধরা হয় Negative happening তাহলে আমাদের ম্যাগাজিনের আত্মপ্রকাশকে Positive happening বলতেই হবে। আসলে Topper.Today র কাজ করতে গিয়ে আমাদের মনে হচ্ছিল এই লকডাউন আমাদের, ছেলে-মেয়েদের বড্ড বোর করছে। বেরোনোর বিধিনিষেধ, বন্ধু বিচ্ছিন্নতা এবং একটা অনিশ্চিয়তা আমাদের বেশ পীড়া দিচ্ছে। সাথে সাথে কচি কাঁচাদেরও। সুতরাং সবার জন্য একটা Interesting Platform দরকার যেখানে সবাই আদি এবং অকৃত্রিম বন্ধুর শরনাপন্ন হব। সে বন্ধুর নাম, পড়া। Roberto Bolaño পড়া সম্পর্কে বলেছিলেন –

Reading is like thinking, like praying, like talking to a friend, like expressing your ideas, like listening to other people’s ideas, like listening to music, like looking at the view, like taking a walk on the beach.

হ্যাঁ, ভাল লেখা, পড়া – যার কাছ থেকে আমরা চিন্তা করতে শিখবো, যার কাছে আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে শেয়ার করতে পারবো এবং নিজে ঘরে বন্দি হলেও নিজের চিন্তাকে মুক্ত রাখতে পারবো। লেখা.TODAY -র জন্ম এই চিন্তা থেকেই।

লেখা.TODAY -র গর্ভযন্ত্রণা শুরু হওয়ার পর থেকেই আমার প্রাথমিক চিন্তা ছিল লেখা জোগাড় করার বিষয়টি। সাধ এবং সাধ্যের অসাম্য বরাবরই ছিল। এবং বানিজ্যিক লেখালেখির বিষয়টি আমি চিরকালই খুব একটা পছন্দ করতে পারি নি। মাথার ঘায়ে ইয়ে পাগল অবস্থা যখন, আমার বন্ধু, শ্রী দত্ত idea দিলেন লেখক তো হাজার একজন মজুত ৷ উপযুক্ত সম্মান (সাম্মানিক নয়) এবং প্রকৃত লেখক সত্ত্ব বজায় রাখলে লেখার অভাব হওয়ার কথা নয়। সুতরাং সে সমস্যাও মিটল। এবং শেষ পর্যন্ত লেখা. TODAY আত্মপ্রকাশ করল।

ম্যাগাজিনটি মূলতঃ Teenager দের জন্য। তবে বড়রাও মগজের উপাদান পাবেন। অনেক রকম বিভাগ শুরু করার ইচ্ছে থাকলেও আপাতত মাত্র পাঁচটি বিভাগ নিয়ে আমাদের চলা শুরু হচ্ছে।
১/ তোমাদের পাতা
২/  বিজ্ঞানের কথা
৩/ ইতিহাসের পাতা
৪/ গদ্য- পদ্য- প্রবন্ধ
৫/ ব্র্যান্ডের ইতিহাস

আমাদের ম্যাগাজিনটি হল পাক্ষিক ম্যাগাজিন যাকে ইংরাজিতে বলে Fortnightly Magazine ৷ ভবিষ্যতে যদি সুযোগ আসে , তবে একে সাপ্তাহিক করার ইচ্ছেও আছে আমাদের।

লেখা ভাল লাগলে কৃতিত্ব সম্পূর্ণভাবে লেখকের। আমার পিঠ চাপড়ানি বরাদ্দ লেখাটিকে পাঠকের কাছে পৌছে দিতে পারাতে।

মতামত এবং লেখা পাঠাও এখানে – [email protected]
সবাই ভাল থেক। মাস্ক পর আর সাবান দিয়ে হাত ধুতে ভুলোনা।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search