প্রেমিক মানেই গোলাপ-প্রেমপত্র-মনখারাপ-ভালোবাসার কথা... আজ্ঞে না, প্রেমিক হতে পারেন তীব্র এক জেদী পুরুষও। শৌনক শোনাচ্ছেন এমন এক প্রেমিকের ভাষ্য... পড়ে ফেলুন, স্ক্রল করুন একটু নিচে...

ইতি টানলাম

ছাই-রঙা আকাশ ,জরাগ্রস্ত চাঁদ ,ক্যান্সার রচনা করে যে আকাশ
সেই আকাশে পাখি হয়ে ফিরবো না কোনদিন ;

ফিরবো না কোনদিন সেই পথে
যে পথ তৈরি হয়েছে জং ধরা পেরেকে ,পাপড়ি-ঢাকা চোরা কাঁটায় , কিংবা
লুকানো হিমশৈলে।

বরং মাঠের এক্কেবারে প্রান্তিকতম পুকুরে
শেষ সূর্যের আলোয়
গলায় পাথর বেঁধে ডুবিয়ে দেবো যন্ত্রণাকে
চিরতরে।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search