দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার শ্লীলতাহানি করে একদল দুর্বৃত্ত। বৃহত্তর সমাজ এই দুর্বৃত্তদের ওপর ঘটনার দায়ভার চাপিয়েই নিশ্চিন্ত । কিন্তু এই দুর্বৃত্তরা কি আসলে এই আমরাই নই? এক চরম সামাজিক অবক্ষয়ের সারথী হয়ে এই আমরাই কি ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছি না ? কখনো চুপ করে থেকে, কখনো মদত দিয়ে ? এ কবিতা এই সামাজিক নিস্পৃহতার বিরুদ্ধে প্রতিবাদ। মোবাইলে পড়তে স্ক্রল করুন নিচে...

আসুন কাপড় খুলি

আসুন কাপড় খুলি।
খুলে নিন আজানুলম্বিত পাঞ্জাবী
আর মহার্ঘ্য শান্তিপুরী শাড়ি।
এবারে আপনার সাদা স্যান্ডো,
বুকের কাঁচুলী।

আসুন সাহস করুন,
যাত্রা হোক ক্রমশ: নিচে।
নামিয়ে দিন আপনার পাটভাঙ্গা পায়জামা,
লুটোতে দিন পরনের সায়া।

আপনি পারবেন, পারবেনই।
খুলুন খুলে দিন,
আপনার ওই তেকোনা ল্যাঙ্গোট,
প্যান্টি-
সভ্যতার শেষ চিহ্ন।

এবারে ছাড়িয়ে নিন চামড়া।
মাংশ, চর্বি, হাড়ের জঙ্গলে
নখ ঢুকিয়ে ঢুকিয়ে
ছিঁড়ে খুলে ফেলুন আপনার সব কিছু।

পেঁয়াজের খোসার মতন
আবরণ খুলতে খুলতে মশাই,
হাতে হৃৎপিন্ড টোকা দিলে
ঝুঁকে পড়ে দেখে নিন
ওটা কোন শুয়োরের
দেহ থেকে ছেঁড়া ছিল।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search