গর্বাচেভের সংস্কার কর্মসূচি ঘোষিত হওয়ার পর থেকে একের পর এক সমস্যা উদ্ভূত হয়। পার্টির অভ্যন্তরে তীব্র গৃহযুদ্ধ শুরু হয়। বরিস ইয়েলৎসিন এর নেতৃত্বে ইয়াকোভোলেভ ও শেভারনাদজে প্রমূখ পার্টি নেতৃত্ব পূর্ণমাত্রায় বাজার অর্থনীতিসহ উদারীকরণ এবং রুশ কমিউনিস্ট পার্টিকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিতে রূপান্তরের দাবি জানাতে থাকেন। গরবাচেভের সাথে মতপার্থক্যের জেরে মস্কোর পার্টি প্রধানের পদ থেকে বরিশ ইয়েলৎসিন কে বহিষ্কার করা হয়। অন্যদিকে সংস্কারবিরোধীরা ইগর লিগাচেভ ও ভি আই ভোরেটনিকভ এর নেতৃত্বে জোট বাধে। পার্টির সর্বত্র নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ার জন্য গর্বাচেভকেই তারা দায়ী করেন।

পার্টির মধ্যে প্রবল অন্তর্দ্বন্দ্বের সুযোগে বিভিন্ন অঙ্গরাজ্য গুলিতে বিচ্ছিন্নতাবাদী উগ্র জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এমনকি মূল রুশ ভূখণ্ডে বরিশ ইয়েলৎসিনের উস্কানিতে রুশ প্রজাতন্ত্রের বিচ্ছিন্নতার দাবি বেশ জনপ্রিয় হয়। জর্জিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া প্রভৃতি প্রজাতন্ত্রগুলি বিচ্ছিন্নতার দাবি নিয়ে হাজির হয়। মুসলিম অধ্যুষিত আজারবাইজান-এ খ্রিস্টান জনগণ বিচ্ছিন্নতার দাবি তোলে এবং কিছুদিন পরেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে মস্কোর কোন নিয়ন্ত্রণ ছিল না।

এদিকে গর্বাচেভ বিরোধী প্রচার চালিয়ে ইয়েলৎসিন বেশ জনপ্রিয়তা লাভ করেন। কারণ গর্বাচেভ প্রবর্তিত সংস্কারগুলি বিশেষ সফল হয়নি। এই অবস্থায় গর্বাচেভ গণভোটের মাধ্যমে নয়টি প্রজাতন্ত্র কে আরও অধিকার দেওয়ার প্রস্তাব দিলেন (ইউনিয়ন চুক্তি 1991)। যদিও মোলডাভিয়া, জর্জিয়া, এস্তোনিয়া, লটভিয়া, লিথুয়ানিয়া ও কিরঘিজস্তান এই গণভোটে অংশ নেয়নি। নতুন ব্যবস্থায়, গর্বাচেভের হাতে থাকল কেবল অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ দপ্তর। আগস্টে ইউনিয়ন চুক্তি কার্যকর হল। এদিকে জুন মাসে ইয়েলৎসিন বিপুল ভোটে জয়ী হয়ে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। তিনি রাশিয়ার কমিউনিস্ট পার্টির সমস্ত শাখা বন্ধ করে দিলেন।

অন্যদিকে কট্টরপন্থীদের একটি পদক্ষেপ সোভিয়েত ইউনিয়নের পতন কে আরও ত্বরান্বিত করল। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা (KGB) সম্মিলিতভাবে এক সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। তখন গর্বাচেভ ক্রিমিয়ায়। এই ঘটনায় কমিউনিস্ট পার্টি আরও কোণঠাসা হয়ে পড়ে এবং প্রজাতন্ত্রগুলির সোভিয়েত ইউনিয়নের প্রতি আনুগত্য কার্যত বিলুপ্ত হয়। মর্মাহত গর্বাচেভ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন।

ইয়েলৎসিন রাশিয়াকে কেন্দ্র করে পূর্বতন প্রজাতন্ত্র গুলিকে নিয়ে একটি রাষ্ট্র সমবায় গড়ে তুলতে উদ্যোগী হন। 18 ই ডিসেম্বর সুপ্রিম সোভিয়েতের কার্যভার রাশিয়ার পার্লামেন্টের উপর অর্পিত হওয়ার মধ্য দিয়ে সোভিয়েত রাষ্ট্রকাঠামোর ধ্বংস সম্পূর্ণ হল। এর সাথে আত্মপ্রকাশ করল স্বাধীন ও পূর্বতন অঙ্গরাজ্য গুলির রাষ্ট্র সমবায় Commonwealth of Independent States বা CIS (আলমা আটা চুক্তি )। 25 শে ডিসেম্বর, 1991 গর্বাচেভ সোভিয়েত রাষ্ট্র প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেন। এইভাবে দীর্ঘ 74 বছরের গৌরবময় সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।

Series Navigation<< গ্লাসনস্ত, পেরেস্ত্রইকা এবং ইতিহাস- পর্ব ১

লেখাটি আপনার ভাল লেগেছে?