শেষ দেখেছি যেদিন
টুপ করেই চলে যাবো একদিন , মুক্তি পাবো এই জড়িয়ে থাকা থেকে, যেগুলো আরো নিবিড় হয়ে বড্ডো কাছের হয়ে গায়ে লেপ্টে থাকে ।
এই লেপ , এই চাদর, বালিশ, টুকি টাকি ,
এই হলুদ লঙ্কার হাত মোছা , এই কাছের আকাশ, ঘরের ব্যালকনি, আমার বই আর তুমি …….এবং তোমার অনুভূতি ।।
অনেক বেশি জায়গা নিয়েছিলে তুমি , প্রায় ৪ জিবি ।।
ডিলিট করতেও পারিনি।।
হয়তো বড্ডো বেশি জড়িয়ে গেছিলাম এই জড়িয়ে যাওয়ায় , আরো কতো কিছু জড়িয়ে যাওয়া জিনিস থেকেই ছেড়ে চলে যাবো………।
সমস্ত পাওয়া না পাওয়া র ও অবকাশ মিটে যাবে সেদিন , হয়তো আমার আত্মাও বাইরে বেরিয়ে কোনো পথ কি খুঁজে নেবে ,
এ ব্লক, কল্যাণী , বিকেল ৪:৩০ ।।
চলে যাওয়ার কি কোনো শব্দ ছিল? না কি সব হেরে যাওয়ার কোনো শব্দ , সব অনুভূতি কি শেষ হয়ে করবে কোনো এক তীব্র আর্তনাদের শব্দ??
সব শব্দ ই সেদিন তো স্তব্ধ হয়ে যাবে , কবরে না হোক, পুড়ে পুড়ে ছাই হয়ে গিয়েও তো হবে না বিলীন
সেদিন,
তোমায় উড়িয়ে নিয়ে যাওয়া প্রথম প্রেম এ আমার শর্ত ছিল
কেমন দেখেছ আমায়
ভালোবাসা মাখা অতৃপ্তির চোখ ?? শুধু নির্যাস মেখে মেখে হারিয়ে গিয়েছি এক কালে শুধু তোমার সন্ধানে,
হ্যা হয়ত জড়িয়ে থাকবো কুয়াশা মাখা কোনো বিষন্ন সকালে তোমার গানের অন্তরায় , কোনো বৃষ্টি ভেজা সকালে তোমার হারমোনিয়াম এ রাখা হাতের উপরে, অথবা ক্লান্ত শরীরে টিউশন সেরে ফিরে আসা তোমার ভাঙ্গা গলায় ,অসীম পরিতৃপ্তি তে তোমায় একটু শ্রান্তি দিতে ……….। খুব গরমে তোমার রুমালে ঘাম হয়ে , চারিদিকে আকাশে বাতাসে শুধু আমি হয়েই তোমার পাশে থাকবো…… কোনোদিনই আর জানবে না তুমি।
হ্যাঁ
এই তো সেদিন
টুপ করেই চলে যাবো একদিন …..