প্রেম শাশ্বত। প্রকৃত প্রেম অপেক্ষায় থাকে, হয়তো একদিন ফিরে আসা যায় অথবা কেউ ফিরে আসে

অপেক্ষা

জং ধরা কোন এক পার্কের বেঞ্চে
রোজ সূর্য সূর্যাস্ত, দেখি
বাতাসের আনাগোনা।
হলুদ পাতার শোক ভোলাতে
গাছের কোল আলো করে আসে সবুজ
জানি এই বেঞ্চও একদিন ঢলে পড়বে
শূন্যস্থান পূরণ করবে অন্য কেউ

ফিরে আসার অপেক্ষা
তবুও শাশ্বত।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search