রোজ রাত হলেই হারিয়ে যাওয়া, কখনও চেনা সিঁড়ি বেয়ে অচেনা পরিচিত... মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন নিচে...

এভাবেই রোজ

যাই
ফিরে আসব
বলেই।

ধাপ গুনে গুনে
সিঁড়ি দিয়ে
নেমে যাই রোজ
এভাবেই।

ঠিক এখানেই
আলো আঁধারেই
আরো কটা সিঁড়ি এসে
মিশবেই।

কেঠো আঙ্গুল
ছুঁয়ে যাবেই
শাঁখের আংটি
সুগন্ধী চুল একঢালা
কাছে আসবেই
রোজ এখানেই।

পাটকাঠি হয়ে পুড়ে
যেতে যেতে
সিঁড়ি গুনেগুনে উঠে যাই
রোজ
এই ওপরেই।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

লেখালেখি খুব একটা না হয়ে উঠলেও প্রবন্ধ তাঁর দুর্বলতা। মেজাজ উঠলে কবিতাও বেরোয়...

Start typing and press Enter to search