"ঈশ্বর শুধু একটা অনুভূতি ধার দাও মাত্র ন দিনের জন্য , না না কথা দিচ্ছি..." বাবা পিয়াস অনবদ্য!!! এভাবেও কথা দেওয়া যায়, এভাবেও লেখা যায় ভালবাসার কবিতা...!!! মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন নিচে...

ধূর তুমি তো সেদিন এলে

ঈশ্বর,
একটা ঝড় ধার দেবে
শুধু একদিনের জন্য
না না ওসব বিপর্যয় আমি করব না
ঝোড়ো হাওয়ায় ওর চুলটা সরিয়ে শুধু দেখবো
ওর চোখে কেনো আসেনি এখনো বটগাছের ছায়া
ভুলে যাওয়ার সাক্ষী হিসেবে যে চোখ বলেছিল
অশান্ত মেঘ কেও যখন তখন তাড়িয়ে দি……..
আর তুমি তো সেদিন এলে।

ঈশ্বর একটা সমুদ্র ধার দেবে
শুধু এক সপ্তাহের জন্য
না না সুনামি আনবো না, কথা দিলাম
শুধু রান্না ঘরে ,গরমে , ঘামের প্লাবনে
শরীরে যখন ওর দীর্ঘ মরীচিকা….
দেখবো কেনো ওর সব প্রান্ত ভাসেনি
আমাকে ভুলে যাওয়ার সাক্ষী হিসেবে
যে আদর নিলামে উঠেছিল একদিন
বলেছিল আরে আমি ভালো আছি স্বামীর সাথে
এখনো ও বীজ খোঁজে আমার শরীরে রোজ
আর এতো বোকা তুমি এসব কি জানো না ??
ও হ্যা তুমি তো সেদিন এলে ……..

ঈশ্বর
শুধু একটা অনুভূতি ধার দাও
মাত্র ন দিনের জন্য ,
না না কথা দিচ্ছি আর ওর শরীরে
ঢুকবো না,
শুধু ওর গানের খাতায় , হারমোনিয়ামে
তানপুরায় হাত রেখে দেখবো , হাত টা কি পাল্টে গেছে
আমাকে ভুলে যাওয়ার সাক্ষী হিসেবে
যে সুর কে নিলামে রেখে ও বলেছিল
ধূর তুমি তো গানের ও কিস্যু বোঝো না……

তুমি তো সেদিন এলে

ঈশ্বর
একটা মৃত্যু ধার দেবে
শুধু ওর সেদিনের আগের দিনে
ওর জীবনে আসবো
কথা দিলাম…….

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

পিয়াস ব্যানার্জী ,বাবা পিয়াস পরিচয়েই বেশি স্বচ্ছন্দ। লেখেন কবিতা। আধুনিক এবং মুক্তমনা।

Start typing and press Enter to search