বাধা ডিঙিয়ে এক নতুন ভবিষ্যৎ দেখছেন কবি... 'সেটাই হোক' মোবাইলে পড়তে স্ক্রল করুন নিচে...

সেটাই হোক

ওদিকে দেখোনা
পথের শেষ ওদিকে নয়।
পা বাড়ালেই খাদের ধারে
ছোট্ট পাথর গড়িয়ে পড়ে।

ওদিকে চেয়োনা
কথার ফাঁকে পথের বাঁকে
পুতুল পড়ে, ন্যাংটো হয়ে।
বাচ্চা বুঝি, বারন কথা
শুনছ না যে, দুষ্টু হয়ে!

তবে ভাগ্যে তোমার মরন আছেই।

কি বললে?
মরন মানে তোমার কাছে নতুন বাঁচা,
নতুন হয়ে নতুন ভাবে আবার মরা!!!
তবে বেশ সেটাই হোক,
চাও ওদিকে।
ধ্বংস কর,
আবার কাদার তাল সাজিয়ে,
নতুন করে মানুষ গড়।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

লেখালেখি খুব একটা না হয়ে উঠলেও প্রবন্ধ তাঁর দুর্বলতা। মেজাজ উঠলে কবিতাও বেরোয়...

Start typing and press Enter to search