আমিও একদিন হারিয়ে যাবো
হারিয়ে যাবো রাত প্রহরে
ল্যাম্পপোস্টের আবছা আলোয়
খুঁজবে না কেউ এই শহরে ।।
রাত প্রহরে আমার কথা ভাববে না কেউ
মেঘলা দিনে একলা বসে কাঁদবে না কেউ
ভাববে না কেউ দুফোঁটা অশ্রু ফেলে
বলবে না কেউ আমায় রেখে চলে গেলে ।।
বলবে না কেউ বাসতো আমায় অনেক ভালো
পাগল ছেলে আমায় রেখে চলে গেলো
আনমনে কেউ ভাববে না আর আমার কথা
চলে গেলেই চলে যাবে ভালোবাসা ।।
দীর্ঘশ্বাসে ভাববে না কেউ আপনমনে
পুরনো দিনের স্মৃতিগুলো ডুকরে কাদবে সংগোপনে
প্রথম দেখে ভালো লাগার অনুভূতি আর মেসেজগুলা
স্মৃতি হয়ে রয়ে যাবে তাহার দেয়া সেই অবহেলা ।।
পাগলিটা বেশ সুখেই রবে ভাববে না এই দুর্ভাগারে
হঠাৎ করে পড়তে পারে আমার কথা তাহার মনে
না চাইতেও একপক্ষে বাসতো ভালো পাগল ছেলে
পরক্ষণেই বলতে পারে চলে গেছে ভালোই হলো
বিরক্ত কেউ করবে না আর পথের কাঁটা দুর হলো।।

লেখাটি আপনার ভাল লেগেছে?