তসলিমা নাসরিনের কবিতা 'যুদ্ধ'। মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন নিচে...

যুদ্ধ

ওদের অস্ত্র আছে, তাই যুদ্ধে নেমেছে।
ওরা ধ্বংস ভালােবাসে, তাই যুদ্ধে নেমেছে।


তুমি আমি চল চুম্বন করি ঠোঁটে,
চলাে মধ্যম আঙুল দেখাই যুদ্ধবাজদের।
চুম্বনে সিক্ত হয়ে চলাে তুমি আমি এক একটি দেশ হয়ে উঠি,
তােমার নাম আজ থেকে রাশিয়া, আমি ইউক্রেন।
তুমি যদি কিউবা, এল সালভাদর, নিকারাগুয়া,
তুমি যদি পানামা,
তুমি যদি ইরাক, আফগানিস্তান,
আমি আমেরিকা।
তুমি আজ ইসরায়েল, আমি ফিলিস্তিন,
আমি ভারত, তুমি চীন।
চলাে চুম্বন করি, আর মধ্যম আঙুল তুলে ধরি নৃশংসতা আর
ধ্বংসস্তুপের দিকে।


যত অস্ত্র আছে জগতে, যত পারমাণবিক বােমা, সব জড়াে করে
একটি গভীর চুম্বনের সামনে কেউ দাঁড় করাতে পারবে না,
হেরে যাবে।
কোনও ভয়াবহ মারণাস্ত্রও একটি সাদামাটা চুম্বনের চেয়ে
শক্তিশালী নয়।
চলাে চুম্বন করি,
চলাে পরস্পরকে স্পর্শ করি ভালােবেসে।
সন্তান জন্ম নিক আমাদের। সে সন্তানের নাম দেবাে : পৃথিবী।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

বিখ্যাত লেখক। লেখেন কবিতা, গদ্য, প্রবন্ধ। আদতে বাংলাদেশের মানুষ, বর্তমানে ভারতের বাসিন্দা।

Start typing and press Enter to search