মেয়েটা পড়ে ফিরছিল বাড়ি। বাড়ির অদূরেই ছেলেগুলো শ্লীলতাহানি করে তার। বাধা দিতে গিয়ে শয়তানগুলোর হাতে মারা যান পিতা। আমার আপনার চোখের সামনেই। আর কত বার অভিনয় করব আমরা, আর কতবার আমরা দেখেও বলব দেখিনি? এ লেখা বাবাদের জন্য, যারা আত্মজার সম্মানের জন্য রুখে দাঁড়িয়েছেন। মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন নিচে...

লোকটা পেরে গেল

(মেয়েটা পারছিলই না,
ছটা হাত ছটা পা শত শব্দগুলো
শত টুকরো করছিল তাকে
কৌরবসভায় দ্রৌপদীর মতন
শতশত বার মরছিল সে।
দেবতারা নির্বাক হয়ে আড়চোখে মেপে নিচ্ছিল
জল কতটা উঠলে ছাড়াবে নাকের ফুটো।)

শুধু…

লোকটা শুনলই না,
হুড়ুম দুড়ুম ছুটে গেল
আঙ্গুল উঁচিয়ে ধমকালো।
জামার ভেতরে তার বাইসেপস ঠেলে বেরোল,
একদম নায়কের এন্ট্রি
যেন সাউথের সিনেমা।

লোকটা দেখলই না,
লোহার রডটা বাতাস কাটছে
বিরহিনী নায়িকার মতন আসছে।
খুলিটা ফাটল যখন
লোকটা তখনও জ্যান্ত ছিল।
দুহাত ছড়িয়ে মেয়েটার সামনে দাঁড়িয়েছিল
ঠিক ঢালের মতন,
ঠিক ঈশ্বরের মতন,
নরকের আগুনের সামনে ছাইএর মতন।

লোকটা ছাই হয়ে গেল।
লোকটা মরে গিয়ে পেরে গেল
পিতা হতে, মেরুদন্ডী প্রাণী হতে।

আমরা পারলামই না
লোকটা হতে ।।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search