কেরলে প্রথম ওয়াটার-মেট্রো
গত ২৬ এপ্রিল থেকে কেরলের বন্দর শহর কোচি তে চালু হয়েছে দেশের প্রথম ‘ওয়াটার- মেট্রো’। প্রায় ১১৩৭ কোটি টাকায় তৈরি এই জল পরিবহণ ব্যবস্থায় ১০টি দ্বীপের ৩৮টি টার্মিনালে যাতায়াত করবে ৭৮টি বিদ্যুৎ-চালিত বোট। আপাতত কোচি থেকে যাত্রীদের নিয়ে ৮টি ভিন্ন পথে যাতায়াত শুরু করেছে শীতাতপ নিয়ন্ত্রিত অমন ১৫টি বোট।

জাতীয় কোয়ান্টাম প্রকল্প
এখন কম্পিউটারে যে গতিতে কাজ হয়, কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে তাতে কাজ হবে তার চেয়ে হাজার হাজার গুণ দ্রুত। কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম প্রযুক্তির খোঁজে তাই আদা-জল খেয়ে লেগেছে পৃথিবীর অনেক দেশ। সম্প্রতি ভারত সরকার এই উদ্দেশ্যে চালু করল জাতীয় কোয়ান্টাম প্রকল্প (ন্যাশনাল কোয়ান্টাম মিশন)। কোয়ান্টাম প্রযুক্তির সন্ধানী এই প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

যুদ্ধে ডোবা জাহাজের খোঁজ
১৯৪২ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। ৮৬৪ জন অস্ট্রেলীয় সৈন্যকে বন্দি করে নিয়ে যাচ্ছিল জাপানি জাহাজ মন্টেভিডায়া মারু। শত্রু জাহাজ দেখা মাত্র আমেরিকান এক ডুবোজাহাজ গোলা ছোড়ে। ফলে জাপানি জাহাজের প্রায় ১ হাজার যাত্রী ডুবে মারা যান। ৮১ বছর পর সদ্য সমুদ্রের তলায় মিলল সেই জাহাজের ধ্বংসাবশেষ। ওই দুর্ঘটনায় মৃত অস্ট্রেলীয় শহিদদের পরিবারের জীবিত সদস্যরা অবশেষে শাস্তি পেলেন।
কোয়ান্টাম কম্পিউটারের খোঁজ

সুদানে অশান্তি
১৫ এপ্রিল থেকে আফ্রিকার সুদানের বিভিন্ন এলাকায় প্রবল যুদ্ধে জড়িয়ে পড়েছে সে দেশের সেনাবাহিনী ও বিরোধী পক্ষের আধাসেনা। ইতিমধ্যেই জখম হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচশো জন। দেশের গদিচ্যুত প্রেসিডেন্ট বন্দি। প্রায় ৩ হাজার ভারতীয় সুদানে আটকা পড়েছেন। তাঁদের দফায় দেশে ফিরিয়ে আনতে ভারত সরকার শুরু করেছে ‘অপারেশন কাবেরী” নামের উদ্ধার অভিযান।

জাতীয় প্রযুক্তি দিবস
১৯৯৮ সালের ১১ মে রাজস্থানের পোখরানে প্রথম বার পরমাণু বোমার সফল পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল আমাদের দেশ। নাম লিখিয়েছিল বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর তালিকায়। একই দিনে প্রথম বার আকাশে উড়েছিল দেশে তৈরি যুদ্ধবিমান, ‘হংস ৩’। সফল উৎক্ষেপণ হয়েছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ত্রিশূল’ মিসাইলের। উপর্যুপরি সাফল্যের এই অবিস্মরণীয় দিনটাকে মনে রেখে তার পরের বছর, ১৯৯৯ সাল থেকে প্রতি বছর মে মাসের ১১ তারিখ আমাদের দেশে পালিত হয় জাতীয় প্রযুক্তি দিবস।

ইন্টারন্যাশনাল মাদারস ডে (আন্তর্জাতিক মাতৃ দিবস)
একশো বছরেরও আগে, ১৯১০- ১১ সাল নাগাদ আমেরিকান এক ভদ্রমহিলা, অ্যানা জার্ভিস প্রথম বার প্রস্তাব দেন, বছরের একটা দিন আলাদা করে মায়েদের জন্য পালন করতে। তাতে সায় দিয়ে ১৯১৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ঘোষণা করেন, ফি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হবে মাতৃ দিবস। ক্রমে মার্কিন সেই রীতি ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। আজ পৃথিবীর বহু দেশেই মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় আন্তর্জাতিক মাতৃ দিবস। এ বছর দিনটা পড়েছে ১৪ মে।

আন্তর্জাতিক জাদুঘর দিবস
অতীতকে সমাক ভাবে না জানলে সম্ভব নয় ভবিষ্যতের রূপরেখা তৈরি করা। সভ্যতার অতীতে উকি দিতে আমাদের সাহায্য করে যারা, তাদের অন্যতম জাদুঘর। ছোট বড় সকলেই জাদুঘরে গেলে কোনও না কোনও ভাবে সমৃদ্ধ হন । সমাজ সভ্যতার সার্বিক রূপায়ণে জাদুঘরের গুরুত্বকে স্বীকৃতি দিতে চেয়ে ১৯৭৭ সাল থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম উদ্যোগ নেয়, প্রতি বছর ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করার। গত বছরও সারা পৃথিবীর ১৫৮টি দেশ ও এলাকার প্রায় ৩৭ হাজার জাদুঘর একযোগে এই দিবস পালন করেছিল।

লেখাটি আপনার ভাল লেগেছে?