সেটাই হোক
ওদিকে দেখোনা
পথের শেষ ওদিকে নয়।
পা বাড়ালেই খাদের ধারে
ছোট্ট পাথর গড়িয়ে পড়ে।
ওদিকে চেয়োনা
কথার ফাঁকে পথের বাঁকে
পুতুল পড়ে, ন্যাংটো হয়ে।
বাচ্চা বুঝি, বারন কথা
শুনছ না যে, দুষ্টু হয়ে!
তবে ভাগ্যে তোমার মরন আছেই।
কি বললে?
মরন মানে তোমার কাছে নতুন বাঁচা,
নতুন হয়ে নতুন ভাবে আবার মরা!!!
তবে বেশ সেটাই হোক,
চাও ওদিকে।
ধ্বংস কর,
আবার কাদার তাল সাজিয়ে,
নতুন করে মানুষ গড়।