পড়া শুরু করার আগের পড়া। মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন নিচে...

যুদ্ধ যুদ্ধ খেলা

ছোটো বেলায় যুদ্ধযুদ্ধ খেলা আমাদের অনেকেরই বেশ প্রিয় ছিল। লাঠি হত বন্দুক আর মুখের ঠাঁই ঠাঁই ছিল গুলি। যার দিকে তাক করে ঠাঁই বলা হত সেইই মাটিতে পড়ে যেত, মানে মারা যেত। এভাবে খেলার মাঠ জুড়ে বেশ কয়েকজন পড়ে থাকত আর কয়েকজন খাড়া থাকত। কিন্তু যেই বিকেল গড়িয়ে আসত সন্ধ্যার দিকে আর মায়ের গলায় জলদি ঘরে আসার হুমকি শোনা যেত, অমনি পড়ে থাকা আর খাড়া থাকারা একসাথে দৌড় লাগাত ঘরের দিকে। মৃত্যু আর জীবনের মাঝে থাকত শুধু মায়ের ডাক।

গত দু মাস ধরে রাশিয়া আর ইউক্রেনের মধ্যেও এমনই যুদ্ধ যুদ্ধ খেলা চলছে। না, একটু ভুল হল। ‘এমনই’ নয় সত্যিকারের । গুলি, বোমা আর ক্ষেপনাস্ত্রের আঘাতে শয়ে শয়ে লোক এদিক ওদিক পড়ে থাকছে। মায়েরা ডেকে সারা, কেঁদে সারা, কিন্তু ‘পড়ে থাকারা’ ছুটে আসছে না বাড়ির দিকে। মৃত্যু এখানে সত্য । জীবন আর মৃত্যুর মাঝে কোন মায়ের ডাক নেই।

এই যুদ্ধের ছবি আমাদের অনেক স্মৃতি উসকে দিচ্ছে। এ স্মৃতির কোনোটাই সুখস্মৃতি নয়। দুঃখের। আমাদের এসংখ্যায় লেখকেরা বোঝানোর চেষ্টা করেছেন রাশিয়া – ইউক্রেন যুদ্ধের কারন এবং প্রভাব সম্পর্কে।

পড়ুন, মতামত দিন।

সবাই ভালো থাকবেন –

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search