বলি তাকে "একটু ডেকে দিতে পারো দোতলায় "???? তারপর 'তাকে' কি ডেকে দেওয়া হল, খোঁড়া রাস্তায় বাতাসে প্রেম এল? পড়ে ফেলুন বাবা পিয়াসের অনবদ্য কবিতা 'রাস্তা টা খুঁড়ছে'। স্ক্রল করুন একটু নিচে...

রাস্তা টা খুঁড়ছে

তোমার বাড়ির সামনে টা খুঁড়ছে
ব্যালকনি তে তুমি আসবে নাকি জানি না
তবু ফাল্গুনের র দুপুরে দাঁড়িয়ে আমি তলিয়ে যাই……।।
এ যেনো বৃদ্ধের এক শীতার্ত রাতের পিপাসায়
উঠেছি জল দিতে….
আর মরীচিকার পেছনে ছোটা আদিম
মানুষ কে দেখিয়েছি মরুভূমি র
আনাচ কানাচ….
কোনো অবিকল সুনিবিড় ছায়া তোমার মুখের
আদলে খুঁজি স্কুল ফেরত ছাত্রীর মুখে….
বলি তাকে “একটু ডেকে দিতে পারো দোতলায় “
কেনো? উত্তরে বলি
বড়ো অল্প ভালোবেসেছি ….এই ফাল্গুনে
মাটিতে পড়ে যাওয়া রক্ত পলাশ
আর বনের বুক ছিঁড়ে আসা বাতাস কি
জানে ক্ষমা করে দিলে আজও ব্লক ওঠে….।।
এই রাতেও জমা হতে পারে মায়াবী রাতের
কোনো উপকথা…..গড়ে ওঠে বিতর্কিত সমাজ।

বিকেল শেষ , ফিরছি আমি
তবু পেছনের শব্দে এখনো বুঝছি না
তোমার সামনের রাস্তা টা খুঁড়ছে
না আমার মন…

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

পিয়াস ব্যানার্জী ,বাবা পিয়াস পরিচয়েই বেশি স্বচ্ছন্দ। লেখেন কবিতা। আধুনিক এবং মুক্তমনা।

Start typing and press Enter to search