ভাঙ্গা ঘর, ছাদ, শ্যাওলা ধরা দেওয়াল- একা নারীর স্মৃতিতে পুরোন ভালোবাসা। ফিরে আসা নিজের কাছে। আশ্লেষ, কামনা পেরিয়ে এক আলোকিত স্মৃতিসরনীতে একলা যাত্রা। 'কেউ থাকুক' মোবাইলে পড়তে স্ক্রল করুন ...

কেউ থাকুক

আবার কেউ থাকুক
ভাঙ্গা ঘর, ছাদ ,
চিলেকোঠা নিয়ে
কুয়াশা মাখা ভোরে
ডেকে তুলুক আমায়
শ্যাওলা ধরা শরীরে
লাগাক চাবি,
হাত বাড়িয়ে নিয়ে
যাক পুকুরপাড়ে, চিনিয়ে দিক একটু দুরে
পলাশ গাছের ফাঁক দিয়ে শঙ্খ লাগা…
আমার শরীরে তখন নামুক ওর হাত
ঢালুক যত বিষ চায় ঢালতে..
আমার আদিম চোখ আটকে যেনো থাকে ওর চোখে
শত শতাব্দী ধরে।

চার তলা ব্যালকনি
বৃষ্টির ছাঁট মারুক
আজ ঝাপটা
যাক চলে বেহিসেবী চোখ রাস্তায় সেই কোণে
ভেসে যাওয়া বেহালায়
হাঁটু জলে ও শুধু দাঁড়িয়ে থাকুক।
আজন্ম পিপাসায় তাকাক শুধু আমার দিকে।
নবজন্ম হোক শেষবার আমার ,
ঘরে ফিরে যেনো সিঁদুর পরি।
একটা না ভাঙ্গা শাড়ি এবার বার করি।

হিম রাতে আজ নিয়ে যাক ছাদে,
হাতটা ছুঁয়ে সে কাঁদুক অঝোর ধারায়
অন্ধকারে কান্নায় ভাসুক আমার হাত
ধুয়ে যাক সব চর্চা, মিথ্যা ইতিহাস।

কেউ থাকুক ,আবার কেউ থাকুক
শুধু কানের পাশে রোজ চেঁচিয়ে বলুক
….. ভালোবাসি ।
যে শব্দে জেগে উঠুক শেষবার আবার

আমার একলা
ঝরা পাতা।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

পিয়াস ব্যানার্জী ,বাবা পিয়াস পরিচয়েই বেশি স্বচ্ছন্দ। লেখেন কবিতা। আধুনিক এবং মুক্তমনা।

Start typing and press Enter to search