গলুদার কীর্তি- ডোলা রে ডোলা
লকডাউনের আগেকার কথা। একদিন অফিস যাওয়ার পথে দেখি, একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস থেকে ― কিছু যাত্রী গলুদাকে ঠেলে বাস থেকে নিচে নামাতে চাইছে। আর বাস স্ট্যান্ডে, বাসে ওঠার জন্য অপেক্ষমান যাত্রীরা আবার উল্টোদিকে ঠেলে গলুদাকে ― ওই বাসেই, তুলে দিতে চাইছে…
স্কুটারটা সাইডে রেখে, কেসটা ইনস্পেক্ট করতে গেলাম।
গলুদা আমাকে দেখেই বলল ― হতভাগা হাঁ করে, দেখছিস কি ! আমাকে জোরে ঠেলতে থাক…
গলুদার আদেশ মেনে আমিও গলুদার নিতম্ব চেপে ― সামনের দিকে ঠেলতে শুরু করলাম।
বাসের ভেতরের যাত্রীরা প্রবল প্রতিবাদ করে উঠে বলল ― ওনাকে বাসে তুলবেন না… ওনার করোনা হয়েছে…
গলুদার, করোনা হয়েছে !!! যদি হয় ও, বাসের যাত্রীরা কী করে জানলো ! চিন্তাভাবনা সব গুলিয়ে যাচ্ছিল।
তার মধ্যেই গলুদা, বাস যাত্রীকে উদ্দেশ্য করে খিঁচিয়ে উঠল, ” হতভাগা করোনা হবে, তোর বাপের… বাসে তো আগে উঠি…! “
” আপনি তাহলে বাসের মধ্যে কন্টিনুয়াস হাঁচছিলেন কেন ! ” , এক বাস যাত্রী বাসের জানালা দিয়ে মুখ বাড়িয়ে, গলুদার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল …
আজকাল হাঁচি বড় ছোঁয়াচে ! তুমি চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, কিছু লোক ক্ষমা করতে দেবে কিন্তু হাঁচি ― নৈব নৈব চ।
” তোমার করোনা হয়েছে , গলুদা !! ” , প্রশ্ন করলাম।
― আলবাৎ , নয়। দ্রুত উত্তর এল।
― তাহলে, হাঁচছিলে কেন !
গলুদা, ওই ধ্বস্তাধ্বস্তির মধ্যেই , উত্তর দিল ―
” আর বলিস না, বাসের ভিড়ের মধ্যে মাস্কটা নাক থেকে নিচে নেমে গিয়েছিল। তখনই হেঁচেছি। তিনবার। হতভাগারা প্রথমবার সন্দেহের চোখে দেখেছে। দ্বিতীয়বার বাস থেকে নেমে যেতে বলেছে। আর তৃতীয়বার আমার মান-সম্মান কেড়ে নিয়ে, বাদবাকি আর যদি কিছু বেঁচে থাকে সেগুলো আমার হাতে ধরিয়ে বাস থেকে নিচে নামিয়ে দিয়েছে…”
গলুদাকে একহাতে ঠেলতে ঠেলতেই , আর এক হাতে মাথা চুলকে বললাম ― কিন্তু আমি বুঝতে পারছি না, তোমাকে আবার এই বাসেই, আবার উঠতে হবে কেন ! পরের বাসেও তো অফিস যেতে পারো …!
গলুদা, আমার পরামর্শকে পাত্তা না দিয়ে বলল,
” আমাকে ঠেলতে থাক, এই বাসেই আমাকে উঠতে হবে… না হলে, খুঁজে পাবো কী করে যে বাসের ভিড়ের মধ্যে কোন্ হতভাগা, লুকিয়ে লুকিয়ে ― খৈনি ডলছিল …!!! “