আরণ্যক বসুর কবিতা মানেই দুরন্ত প্রেম। 'মনে থাকবে?' আরণ্যকের একটি বিখ্যাত কবিতা। কিন্তু এ প্রেম সীমাবদ্ধ নয় কোন দেশ কালের গন্ডিতে। প্রেম এখানে জন্ম পেরিয়ে মৃত্যুরও ওপারে। 'মনে থাকবে?' মোবাইলে পড়ার হন্য স্ক্রল করুন নিচে...

Best Bengali Web Magazine

মনে থাকবে?

পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?
এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডি
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো
মনে থাকবে?

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

কবি, নাট্যকার ও বাচিকশিল্পী। জন্ম ও বাস কলকাতায়।

Start typing and press Enter to search