সহস্রাব্দের সূর্য
আরো একবার আলোকবর্তিকা জ্বালাও-
বড় অন্ধকার চারিদিকে
আকন্ঠ দুর্নীতিতে ডুবে মানুষ,
লোভ লোভ সীমাহীন লোভ
এ অন্ধকার বড় দুঃসহ লাগে প্রতিদিন।
প্রতীক্ষায় থাকি
আগুন থেকে বেরিয়ে আসা কোন শপথের
আশায়-
যাতে জরা গ্রস্ত মানুষ ছুটে যেতে পারে
সহস্রাব্দের সূর্যের দিকে
সুস্নাত এক নতুন ভোরে।