এই দূর্দান্ত অশান্ত সময়ে পৃথিবীতে সবথেকে অভাব একটি জিনিসের, আশার। এক নতুন নায়কের আসার আশায় আছি আমরা সবাই। অনির্বানের কবিতায় তাঁর আসার আশা। মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন নিচে...

সহস্রাব্দের সূর্য

আরো একবার আলোকবর্তিকা জ্বালাও-
বড় অন্ধকার চারিদিকে
আকন্ঠ দুর্নীতিতে ডুবে মানুষ,
লোভ লোভ সীমাহীন লোভ
এ অন্ধকার বড় দুঃসহ লাগে প্রতিদিন।
প্রতীক্ষায় থাকি
আগুন থেকে বেরিয়ে আসা কোন শপথের
আশায়-
যাতে জরা গ্রস্ত মানুষ ছুটে যেতে পারে
সহস্রাব্দের সূর্যের দিকে
সুস্নাত এক নতুন ভোরে।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

পেশায় শিক্ষক, নেশায় পাঠক, লেখক এবং কবি।

Start typing and press Enter to search