খেলোই জিন্দা নেই
ভাবছ বুঝি
জিন্দা আছো ?
শ্বাস নিচ্ছ,
ভাত খাচ্ছ,
ভালবাসছ।
এসব কিছু করছ
বলেই জ্যান্ত আছো?
সরল অঙ্ক দেখছ
বলেই কষছ
যখন, উত্তরটা পাচ্ছ
কি?
“খেলোই জিন্দা আছো ?”
শুনছ
যখন, হঠাৎ করে
একটু জোরে
“হুজুর এই তো আমি!
জিন্দা আমি…” ।
বলছ
বটে, কিন্তু এবার কাশছ
তুমি, কাঁদছ
তুমি, মরছ
তুমি…
এখন…
কোন শব্দ নেই,
কোন দুঃখ নেই,
খেলোই আর জিন্দা নেই।