এখনো মরিনি হে
এখনো
মরিনি হে।
এখনো,
আমার চিৎকার তোমার কান ছুঁয়ে,
ফাটাতে পারে চিনের প্রাচীর।
এখনো,
আমার পা হেঁটে যেতে পারে,
বৈতরণী ধরে অযুত বছর।
এখনো,
আমার হৃৎপিন্ডে খোঁচা দিলে,
ভিসুভিয়াস ওগলাতে পারে লাভার সাগর।
এখনো,
আমার চোখ বুঝে নিতে পারে,
কোন চোখে কত রঙ দিলে হওয়া যায় অমোঘ অমর।
এখনো
মরিনি হে।
এখনো হয়নি সময়
ঘড়ির কাঁটার
আমাকে মারার।