ফেরই মারা গিয়েছিলেন। সরকারের চিত্রগুপ্তের খাতায় মৃতের তালিকায় উঠল তার ভাই খেলোই-এর নাম। সরকারি কিছু কর্মচারি ঘুষের বিনিময়ে খেলোই-এর জীবন চুরি করল। সাত বছর ধরে সত্তরোর্ধ খেলোই লড়াই করলেন জীবন ফিরে পাওয়ার জন্য। শেষে মারা গেলেন কোর্টে। এমন ঘটনা কিন্তু অশ্রুতপূর্ব নয়। বরং এখন এমন ঘটনা আমাদের গা সহা। এ কবিতায় খেলোই-এর কথা। মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন নিচে...

খেলোই জিন্দা নেই

ভাবছ বুঝি
জিন্দা আছো ?
শ্বাস নিচ্ছ,
ভাত খাচ্ছ,
ভালবাসছ।
এসব কিছু করছ
বলেই জ্যান্ত আছো?
সরল অঙ্ক দেখছ
বলেই কষছ
যখন, উত্তরটা পাচ্ছ
কি?

“খেলোই জিন্দা আছো ?”
শুনছ
যখন, হঠাৎ করে
একটু জোরে
“হুজুর এই তো আমি!
জিন্দা আমি…” ।
বলছ
বটে, কিন্তু এবার কাশছ
তুমি, কাঁদছ
তুমি, মরছ
তুমি…

এখন…

কোন শব্দ নেই,
কোন দুঃখ নেই,
খেলোই আর জিন্দা নেই।

শুনতে পারেন এখানে

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search