জাতীয় পতাকার সাথে মিশে থাকে জাতীয় ভাবাবেগ। ইচ্ছে হলে আপনি জাতীয় পতাকা উত্তোলন করতেই পারেন। তার জন্য বিশেষ কোন দিনের অপেক্ষা আপনাকে করতে হবে না কিন্তু আপনাকে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম- জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম। নিয়মগুলি মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন নিচে...

জাতীয় পতাকা তোলার নিয়ম জানেন কি?

জাতীয় পতাকা নিজের ইচ্ছা মতন তোলা যায় না ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া অনুসারে তুলতে হয়। ২০২২ সালে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়ার কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তিত নিয়ম অনুসারে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম গুলি নিচে দেওয়া হল-

জাতীয় পতাকা তোলার ক্ষেত্রে মানতেই হবে যে নিয়মগুলি সেগুলি কী কী?

  • ভারতের জাতীয় পতাকা হাতে তৈরি বা হাতে বোনা খাদি সিল্ক/উল/তুলো দিয়ে তৈরি হওয়া উচিত।
  • হাতে কাটা, হাতে বোনা, মেশিনে তৈরি করা তুলো, সিল্ক, বা খাদির পতাকা উত্তোলন করা যাবে।
  • কোনও অবস্থাতেই জাতীয় পতাকাকে মাটিতে রাখা যাবে না।
  • পতাকায় কোনও শব্দ বা অক্ষর লিখতে পারবেন না।
  • জাতীয় পতাকার রঙের পোশাক কখনই পরা উচিত নয়।
  • কোনও বাণিজ্যিক কাজে যাতে জাতীয় পতাকা ব্যবহৃত না হয়।
  • ছিঁড়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া পতাকা উত্তোলন করা যাবে না।
  • জাতীয় পতাকার উপরে কোনও ধরনের সুতোর কাজ বা লেখালিখি করা যায় না। রুমাল, বালিশের ওপর ব্যবহার করা যায় না তেরঙা পতাকা।
  • জাতীয় পতাকাকে টেবল ঢাকার কাপড় হিসাবে ব্যবহার করতে নেই।
  • কোনও স্মৃতিসৌধ বা মূর্তি ঢাকা যাবে না জাতীয় পতাকা দিয়ে।
  • জাতীয় পতাকা এমনভাবে তুলে রাখা উচিত যাতে ওড়ার সময় তা জমির ময়লা, বা কাদা জল স্পর্শ না করে।
  • কোনও কারণে জাতীয় পতাকা ছিঁড়ে গেলে তা আর তোলা উচিত নয়। সেই ক্ষেত্রে যথাযোগ্য সম্মানের সঙ্গে তা পুড়িয়ে ফেলা উচিত।
  • জাতীয় পতাকার পাশে একই উচ্চতায় কোনও পতাকা রাখতে নেই।
  • জাতীয় পতাকার সঙ্গে যদি অন্য কোনও পতাকাও থাকে, সেক্ষেত্রে যাতে অবশ্যই জাতীয় পতাকার স্থান থাকে সব সময় শীর্ষে।
  • যে দণ্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সেই দণ্ডে যেন অন্য কোনও পতাকা না থাকে।
  • গেরুয়া রং সবসময় উপরে থাকবে।
  • কোনও ব্যক্তির মৃতদেহের সঙ্গে কফিনে বা চিতায় জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না।
  • আকারে অবশ্যই আয়তক্ষেত্রাকার হতে হবে জাতীয় পতাকাকে। দৈর্ঘ্য, প্রস্থে ৩:২ অনুপাতে তৈরি করতে হবে পতাকা।
  • সরকারি কোনও নির্দেশ না থাকলে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখতে নেই।
  • কেউ প্রকাশ্যে বা যেকোনও স্থানে জাতীয় পতাকা পোড়ালে কিংবা পদদলিত করলে তা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।
  • কোনও ব্যক্তি জাতীয় পতাকাকে লিখিত বা মোখিকভাবে অসম্মান করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে।
  • জাতীয় পতাকাকে অসম্মানিত করলে অভিযুক্তের বিরুদ্ধে জরিমানা ছাড়াও তিন বছরের কারাদণ্ডের আইন রয়েছে। ‘Prevention of Insults to National Honour Act, 1971’ অনুসারে ওই ব্যক্তির কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search