আগুনের শিখার মাঝে শুয়ে এক প্রেমিকের সপাট জবাব। মোবাইলে পড়তে চাইলে স্ক্রল করুন নিচে...

দেখে নেবেন


বিদায় বন্ধুগণ, গনগনে আঁচের মধ্যে
শুয়ে এই শিখার রুমাল নাড়া নিভে গেলে
ছাই ঘেঁটে দেখে নেবেন পাপ ছিল কিনা।

এখন আমার কোন কষ্ট নেই, কেননা
আমি জেনে গিয়েছি দেহ মানে কিছু অনিবার্য পরম্পরা,
দেহ কখনো প্রদীপ সলতে ঠাকুরঘর
তবু তোমরা বিশ্বাস করো নি
বার বার বুক চিরে দেখিয়েছি প্রেম, বার বার
পেশী অ্যানাটমী শিরাতন্তু দেখাতে মশায়
আমি গেঞ্জি খোলার মতো খুলেছি চামড়া
নিজেই শরীর থেকে টেনে

তারপর হার মেনে বিদায় বন্ধুগণ,
গনগনে আঁচের মধ্যে শুয়ে এই শিখার
রুমাল নাড়ছি

নিভে গেলে ছাই ঘেঁটে দেখে নেবেন
পাপ ছিল কিনা।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

ষাটের দশকের এক ব্যতিক্রমী কবি ছিলেন তুষার রায়। অকালপ্রয়াত, ব্যতিক্রমী কবির জীবৎকালে প্রকাশিত হয়েছিল মাত্র দুটি কাব্যগ্রন্থ : "ব্যান্ডমাস্টার" (রূপঝুরি প্রকাশন থেকে, 1969) এবং "মরুভূমির আকাশে তারা" (আনন্দ পাবলিশার্স থেকে, 1974)।

Start typing and press Enter to search