পাঠক, দেখেছেন নাকি মানিকবাবুর মেঘ? সিনেমা আর কবিতা মিলে মিশে একাকার অভিনন্দন ব্যানার্জীর অনবদ্য কলমে। পড়ে ফেলুন পাঠক, অনুভব করুন কবিতাকে...

মাণিকবাবুর মেঘ

“তোমার আমার গল্প হত যদি…
গল্প হত রাত বিরেতে জেগে,
ভোর আকাশে হারিয়ে গেলে তারা-
থামিয়ে আদর বাজার যেতাম রেগে…

কিংবা ধরো পাহাড়টিলার বাড়ি-
মেঘের গাছে ফলছে ফসল তোমার।
ঘর বেঁধেছি আমরা দুই আনাড়ি-
শিখছি স্মৃতি শিশির দিয়ে বোনার।

তোমার আমার গল্প যদি হত…
ঝগড়া ঝাঁটি নিয়ম মেনে চলা-
তোমার রবি আমার ভৈরবী-
(আর) হঠাৎ কখন জড়িয়ে এসে ধরা…

তোমার আমার গল্প যাযাবরি…
বহুরূপী জাদুকরের সাজে।
মনের ভেতর মন লুকিয়ে বাঁচা,
(আর) হারিয়ে যাওয়ার খেলা সবার মাঝে।

এমনি ভাবেই ফুরিয়ে আসে বেলা…
দূর পাহাড়ের মেঘরা নামে ঘাসে
তোমার আমার ঘনিয়ে আসে খেলা-
গল্প ফুরোয় শেষের সন্ধ্যাকাশে…

তোমার আমার গল্প হত যদি…
কিংবা ভেসে যেতাম গল্প খোঁজে-
এক জীবনেই সকল জীবন পাওয়া-
শুধু গল্প- পাওয়াই যায়না, সহজে…”

লেখাটি আপনার ভাল লেগেছে?

Start typing and press Enter to search