শ্রীজাতর কবিতা "সে আর আমি" প্রেম, বৈপরীত্য ও সাযুজ্যের মাধুর্যের এক দূর্দান্ত মেলবন্ধন। পড়ে ফেলুন ...

সে আর আমি

তার যেরকম তছনছিয়া স্বভাব

ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে,

আমিও তেমন অজ পাড়াগাঁর নবাব

সন্ধেবেলা মুক্তো ছড়াই ঘাসে

তার যেরকম বিরুদ্ধতার মেজাজ

হঠাৎ করে উলটোদিকে ছোটে

আমিও তেমন আগুনজলে ভেজা

সময় বুঝে ঠোঁট বসাব ঠোঁটে

তার যেরকম উলটোপাল্টা খুশি

হালকা রঙের বাতাসে চুল বাঁধে

আমিও তেমন সিঁদুরে মেঘ পুষি

কেমন একটা গন্ধ ছড়ায় ছাদে ..

তার যেরকম মন খারাপের বাতিক

সন্ধে হলে ভাল্লাগে না কিছু,

আমিও তেমন জলের ধারে হাঁটি

বুঝতে পারি আকাশ কত নিচু

তার যেরকম জাপটে ধরে সোহাগ

আমায় ছাড়া চলে না একদিনও,

আমিও তেমন দু’-চার লাইন দোহা

লেখার ওপর ছড়িয়ে থাকা তৃণ ….

“এমনি বই”/আনন্দ পাবলিশার্স ২০০৯

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search