এভাবেই রোজ
যাই
ফিরে আসব
বলেই।
ধাপ গুনে গুনে
সিঁড়ি দিয়ে
নেমে যাই রোজ
এভাবেই।
ঠিক এখানেই
আলো আঁধারেই
আরো কটা সিঁড়ি এসে
মিশবেই।
কেঠো আঙ্গুল
ছুঁয়ে যাবেই
শাঁখের আংটি
সুগন্ধী চুল একঢালা
কাছে আসবেই
রোজ এখানেই।
পাটকাঠি হয়ে পুড়ে
যেতে যেতে
সিঁড়ি গুনেগুনে উঠে যাই
রোজ
এই ওপরেই।