হে শাসক
মুখ মুছে ফেলো।
খড়কে কাঠি দিয়ে খুঁচিয়ে ফেলো
তোমার কুকুর দাঁত।
ফুঃ করে ছুঁড়ে দাও
আটকে থাকা মাংসের কুচি,
বিচ্ছিরি দুঃস্বপ্ন অথবা পুরোন স্মৃতি।
ঝকঝকে হয়ে যাও
হরিদ্বারে, সঙ্গমে
দু ডুব মেরে।
এইতো নতুন তুমি,
দেখে নাও চোখের মাপে
পলকাটা কাঁচের গ্লাসে
কতটা ডোবে বুড়ো সন্নিসি।
নত হয়ে মোক্ষ লাভ
হয়ে গেলেই,
উদ্যত চাবুকে নিংড়ে ফেলো
মাংশ, ঘাম, স্বপ্ন।
বুটের নিচের জন্য থাকুক
কথামালা, ভিক্ষার ঝুলি , মুচকি হাসি
অথবা বেকুবের ফাঁসি।
লক্ষ কোটি উদ্বেলিত, উত্তোলিত
হাতের জঙ্গলে,
হাসিমুখে লাগিয়ে ফেল
ক্ষমতার চারাগাছ।
রক্ত সিঞ্চনে বড় হোক
তোমার নিয়তির
বিষবৃক্ষ।
এসো, হে শাসক,
এ শরীর তোমার।
ভোগ কর
ঘাম, রক্ত, মাংশ, হাড্ডি।
ফেলো – ছড়াও,
নিঃশেষ কর আমায়।
শুধু …
শুধু …
এ মাথাটা
আমার।
এখানে আমার
অন্তহীন স্বাধীনতা।