বর্ষা তুমি
আঁজলা পেতে আঁকড়ে ধরি
প্রেম আমার হাতে
ফাঁক দিয়ে অহঙ্কার তখন
চুঁইয়ে গেলো খাদে
টেনে নিলাম অলস আকাশ আর বুকের পারুল বন
খন্ড খন্ড মেঘ কিনে গুনলাম বৃষ্টির দিন।
সবুজ সমুদ্র গভীর তুমি
মনের গর্ভে আছো জানি
উস্কে দিয়ে আমার প্রেমকে
করবে এক বেইমানি
হারিয়ে যাওয়া এক খেয়ালে ফিরে ফিরে
সেই তো আসবে
দীর্ঘ ক্লান্ত রমন সেরে
যখন উনি ওপাশে ফিরবে।
রুদ্র রাতে একাই তখন
হবো মেঘের পাহারাদার
এই হাত আর কেউ ধরে না
বৃষ্টিতে সঙ্গে কেউ ভেজে না আর।