সোভিয়েত ইউনিয়নের পতন বিশ্বের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে আছে। সোভিয়েত ইউনিয়নের পতনের একটি বড় কারণ হিসেবে গ্লাসনস্ত এবং পেরেস্ত্রৈকার কথা বলা হয়। গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা সম্পর্কে সহজ ভাষায় লিখছেন বিভাস বসু। মোবাইলে পড়ার জন্য স্ক্রল করুন নিচে...

গ্লাসনস্ত, পেরেস্ত্রইকা এবং ইতিহাস- পর্ব ১

মুক্ত চিন্তার মাধ্যমে দেশের পুনর্গঠন, গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকার পেছনের দর্শন ছিল এই বিশেষ দৃষ্টিভঙ্গি। সোভিয়েত কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় ( ১৯৮৬ খ্রি. ২৬ ফেব্রুয়ারি ) সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচভ তাঁর নতুন নীতি (New policy) ‘গ্লাসনস্ত’ ( Glasnost ) ও ‘ পেরেস্ত্রাইকা (perostroika) -র প্রস্তাব পেশ করেন। এর দ্বারা গর্বাচভ কমিউনিস্ট শাসনকে স্বৈরতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক ও মানবিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন । গ্লাসনস্ত শব্দটির অর্থ হল মুক্ত চিন্তা বা স্বচ্ছতা (openness or transparency ) এবং পেরেস্ত্রইকার অর্থ হল পুনর্গঠন (reconstruction )।

পেরেস্ত্রইকা নীতি
গর্বাচভের পেরেস্ত্রইকার অর্থাৎ অর্থনৈতিক পুনর্গঠনের মূল কথা ছিল—

  1. পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা রচিত হবে ।
  2. ‘ কম্যান্ড অর্থনীতি’র বদলে বাজার অর্থনীতি চালু করা। অর্থাৎ সরকারি ও বেসরকারি উভয় উৎপাদন ব্যবস্থারই সহাবস্থান।
  3. মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য উন্নত পশ্চিমি রাষ্ট্রগুলির সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি প্রযুক্তিগত সম্পর্ক গড়ে তোলা ।

গ্লাসনস্ত নীতি
গ্লাসনস্ত অর্থাৎ মুক্ত চিন্তা প্রবর্তন করে গর্বাচভ চেয়েছিলেন,

  1. রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক – সমস্ত ক্ষেত্রেই স্বাধীন ও মুক্ত আলোচনা । – অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার ওপর এতদিন যেসব বাধা ছিল তার অপসারণ।
  2. কমিউনিস্ট দলের একনায়কত্বের অবসানের সঙ্গে সঙ্গে নাগরিকদের ভোটাধিকার ও সমস্ত রাষ্ট্রীয় পদেই নির্বাচিত হওয়ার অধিকার ।
  3. সোভিয়েত রাষ্ট্রে অ-কমিউনিস্ট দল গঠনের অধিকার ।
  4. কমিউনিস্ট পার্টিকে গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে পরিচালনা। দলে বিতর্ককে গুরুত্ব দেওয়া ; কোনো ক্ষেত্রেই সংখ্যালঘুদের ওপর সংখ্যাগরিষ্ঠের মত চাপিয়ে না দেওয়া।

মূল্যায়ন

মরচে পড়া সোভিয়েত অর্থনীতিকে গতিশীল করে তোলার জন্যই গর্বাচভ ‘ পেরেস্ত্রইকা’র পথ বেছে নেন । কাজেই বলা যেতে পারে, ‘ গ্লাসনস্ত’ ও ‘ পেরেস্ত্রইকা’র মধ্য দিয়ে কেবল প্রাতিষ্ঠানিক পরিবর্তনই নয়, রাষ্ট্রের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও সার্বিক মূল্যবোধের পরিবর্তন ঘটিয়ে গর্বাচভ সোভিয়েত ইউনিয়নকে পশ্চিমি দেশগুলির মতোই উন্নত পর্যায়ে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন । রুশ লেখক আনাতোলি বুতেনকো-র মতে – সমালোচনা আত্মসমালোচনার সূত্রে গ্লাসনস্ত সমাজতান্ত্রিক নীতিকে আরও কার্যকর করে তুলতে সক্ষম।

Series Navigationগ্লাসনস্ত, পেরেস্ত্রইকা এবং ইতিহাস- পর্ব ২ >>

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

Start typing and press Enter to search