নেটওয়ার্ক নেই
যেদিন ভালোবাসবে বলেছিলে
অপেক্ষায় ছিলাম একটা ঝড়ের
অথবা বৃষ্টির
আজ মনে নেই আর
শুধু এটা জানি সেদিন দুটো মোবাইল ই বন্ধ
করেছিলে …
আর আমি খুঁজে গেছি হোয়াটস
আপে ব্লু টিক ,যদি দেখো একবার
আমার মেসেজ।
ভালোবাসবে না জানতাম ই ….
চোখে তো পাপ ছিল না আমার
এছাড়া কোনো ব্যস্ততা শুধু তোমাকে
পাওয়ার , অথবা গোটা শরীর কে পাওয়া
যেমন আজকাল তরুনেরা ব্যস্ত
তাদের সহজ বিছানায় ….
শরীরের সব নির্জন ছেড়ে
আজ বন্ধ করেছি দুটো মোবাইল
যার কোনো একটায় বলেছিলে
হ্যাঁ, আমি তো আছি …….
সেদিন ভালোবেসেছিলাম
আজ আর কোনো নেটওয়ার্ক নেই
৪৯ বছরে সিম টাও পুরনো হয়ে গেছে
ইস বড্ড ভুল হয়ে গেছে …..
ভালোবাসার কোনো স্ক্রিন শট ও নেই…..
তবুও অপেক্ষায় ,যদি গুগল দেখায়
কোনোদিন আমার গ্যালারিতে
“সেদিন ভালোবাসবে বলেছিলে”