পিরি রেইসের ম্যাপ
পিরি রেইসের ম্যাপ
১৯২৯ সালে তুর্কির ইস্তানবুলের বিখ্যাত টোপকাপি প্রাসাদে একদল ঐতিহাসিক একটি অদ্ভুত জিনিসের সন্ধান পান। জিনিসটি ছিল গ্যাজেলের চামড়ার ওপর আঁকা একটি অসাধারণ ম্যাপ। সেই ম্যাপে আঁকা ছিল আটলান্টিক মহাসাগরের একটি অংশ যাতে আমেরিকা এবং আন্টার্কটিকাকে নিখুঁত ভাবে দেখানো হয়েছিল। গ্যাজেলের চামড়াটি ছিল ১৫১৩ সালের। মানে এই ম্যাপটি আঁকা হযেছিল কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মাত্র কয়েক বছর পরে আর আন্টার্কটিকার খোঁজ পাওয়ার প্রায় তিনশ বছর আগে। ১৯২৯ সালে এই ম্যাপ আবিস্কারের পর থেকে এই ম্যাপটির কার্টোগ্রাফার (ম্যাপ যিনি বানান তাকে বলে কার্টোগ্রাফার ) পিরি রইস, আমেরিকা আর আন্টার্কটিকার তথ্য অত বছর আগে এত নিখুঁতভাবে কিভাবে পেলেন সে নিয়ে বিতর্ক চলে আসছে। তবে কি কোন অত্যন্ত উন্নত জাতি অথবা ভিনগ্রহিরা তাকে এই ম্যাপের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়েছিল ? রহস্যের সমাধান আজও হয়নি।
স্রষ্টা পিরি রইসের নামেই ম্যাপটির নাম দেওয়া হয় ‘পিরি রইসের ম্যাপ’ ৷ রইস কথাটির অর্থ নৌসেনাধ্যক্ষ। ঐতিহাসিকরা ওটোমান সাম্রাজ্যের সৈন্য তালিকা থেকে পিরি ইবন হাজি মেমেদ নামে একজন নৌসেনাধ্যক্ষের নাম খুঁজে পেয়েছেন। এই পিরি ইবন হাজিই পরবর্তিতে পিরি রইস নামে বিখ্যাত হয়েছিলেন। পিরি যে শুধু একজন নৌসেনাধ্যক্ষ ছিলেন তাই নয়, তিনি একজন দক্ষ কার্টোগ্রাফারও ছিলেন। ইস্তানবুলের টোপকাপি প্রাসাদে যে ম্যাপটি পাওয়া গেছিল সেটি ছিল পিরির বানানো একটি ম্যাপের খন্ডিতাংশ। ম্যাপটি বানানের সময়ে রেফারেন্স হিসেবে পিরি ব্যবহার করেছিলেন কলম্বাসের নিজের তৈরি ম্যাপ থেকে শুরু করে বহুদেশ থেকে জোগাড় করা অন্ততঃ আরো কুড়িটি ম্যাপ, যার মধ্যে ৩২৩ খ্রীষ্ট পূর্বাব্দে আলেকজান্ডারের সময়কালীন ম্যাপও ছিল। রেফারেন্সের অন্ততঃ ছটি ম্যাপের প্রাপ্তিসূত্র পিরি গোপন রেখেছিলেন।
ম্যাপে আন্টার্কটিকার সঠিক অবস্থান দেখানোর সম্পর্কে লেখক গ্রাহাম হ্যানককের মতে, “আন্টার্কটিকার অবস্থান সঠিকভাবে দেখানোর চেয়েও বড় ধাঁধা হল বরফের আস্তরণ ছাড়া আন্টার্কটিকা মহাদেশটির উত্তর প্রান্তের উপকূল সঠিকভাবে দেখানো। মনে রাখতে হবে, গত ছ হাজার বছর ধরে আন্টার্কটিকার উত্তর ভাগের তটরেখাকে কখনই বরফহীন দেখা যায়নি।” ১৯৪৯ সালে একটি বৃটিশ এবং স্ক্যান্ডিনেভিয়ান যৌথ উদ্যোগে অত্যন্ত আধুনিক যন্ত্রপাতির সাহায্যে প্রায় একমাইল পুরু বরফের চাদরের নীচে থাকা আন্টার্কটিকার তটরেখার ম্যাপিং করা হয় – পিরি রইসের ম্যাপের সাথে যার আশ্চর্য্য মিল পাওযা যায়।
ম্যাপের আরো একটি রহস্য ফকল্যান্ড দ্বীপের সঠিক অবস্থান দেখানো ৷ ১৯৫২ সালের আগে যে দ্বীপের অস্তিত্ব পৃথিবীর মানুষ জানত না, যেন কোন জাদুবলে পিরি রইস ১৫১৩ সালেই একেবারে সঠিক ল্যাটিচিউডে তার অবস্থান ম্যাপে দেখিয়ে দিয়েছেন।
তবে কি অত্যন্ত উন্নত সুপ্রাচীন কোন সভ্যতার কেউ ছ হাজার বছর আগের তথ্য দিয়ে পিরিকে এই ম্যাপ তৈরিতে সাহায্য করেছিল? নাকি ভীনগ্রহের কোন প্রাণীর কাছ থেকে পিরি এই জ্ঞান পেয়েছিলেন? কি মনে হয় তোমার?