পুজোয় একদিন
তোমার চোখ যেদিন দেখেছিলাম
সেদিন নবমী ,কালো আকাশে
একফালি চাঁদ আর বলেনি দশমী আসছে
আগামীকাল অথবা তুমি
যে কেউ এসে ভাসাবে আমায়
শুধু আমি ধরে নিয়েছি
আমাদের আর বিজয়া হবে না ।
সেই ভেসে যাওয়া স্রোতে রয়ে যাবো
আমৃত্যু তোমার পরশ ফাঁকে
যেখানে জন্ম নেবে না কোনো অজানা অসুর।
ভালোবাসা আসুক আর একটু পরে
ঠিক একাদশীর দিন ।।
শাড়ি পরে যেদিন আসো
সেটাই আমার অষ্টমী
মণ্ডপ জানে ক্লান্ত সিঁদুরের
আস্ফালন ,শুধু আড়চোখে আমি আলিঙ্গন এর অপেক্ষায় থাকি ৪০ বছর।
অঞ্জলী দেওয়া হয় না আর আজও…..।
ঈশ্বর আর ভালোবাসা দিয়ো না
শেষবার শুধু ওকে দাও
হাত ধরে শুধু ছিনিয়ে নেব
আমার অলক্ষী কে তোমার থেকে
লক্ষ্মী পুজোর দিন ।।
তুমি শুধু অপেক্ষার অঞ্জলী নিও
রোজ, অমাবস্যা আসার আগে।
ততদিন শুধু ওর সিঁদুর খেলা
মুখ দেখি ..।।