এমন মৃত্যু চায় কবি। মোবাইলে 'মৃত্যুযোগ' পড়তে হলে স্ক্রল করুন নিচে...

মৃত্যু যোগ

ছেড়ে দাও আজ হাত
সেই তো টপকাব একলা সাঁকো
নক্ষত্রর চুমু আর পড়বে
না কপালে , নিয়তির নির্দেশে
একলা জাগো।
শীর্ণ শিরায় আর বুকের রক্তক্ষরণ ,
একলা আকাশ
জুড়ে নীল রেখা খোঁজা
সব শব্দ আজ উধাও
মৃত্যুও কি আজ চোখ বোজা?
ছেড়ে ছেড়ে দাও আমার যতো
শাখা ডালপালা ,
মরুভূমি আসুক এগিয়ে বেলাশেষে
মৃত্যু কাব্য লিখবো আমি একলা
রাত বাড়লে রক্তে
যেনো বিষ মেশে।
একদিন তো ছাড়বে সেই হাত
আর না হয় বাড়ালাম না দিন
টপকে নেবো জন্মের সাঁকো
একটুও না বাড়বে ঘৃনার ঋণ।

লেখাটি আপনার ভাল লেগেছে?

লেখক পরিচয় |

পিয়াস ব্যানার্জী ,বাবা পিয়াস পরিচয়েই বেশি স্বচ্ছন্দ। লেখেন কবিতা। আধুনিক এবং মুক্তমনা।

Start typing and press Enter to search