এতবার উচ্চারিত
খন্ড খন্ড ভালোবাসায়
আর কতবার ছিঁড়বে আমায়
সেকেন্ড ভগ্নাংশ অনুপলে
কি হয়নি কোনো দ্বিমাত্রিক বোঝাপড়া,এতবছর,এতদিন,সারাজীবন।
কেনো করবে সময় আর নষ্ট
এক গোটা আমায় জানতে
হাতের তালুর রেখা বরাবর
পা মাথা ছাড়িয়ে দুটো চোখ
চিনেছ কি দৈর্ঘ্য প্রস্থে আয়তনে।
এখনও পারবে কি কোনো ফিতে দিয়ে
আমার এই ভালবাসা মাপতে
আমার আলিঙ্গনে আজ শুধু
প্রশ্নে ভরা এক সাথী আকাশ
আর গুটিকয়েক শব্দের প্রণামী
শুধু স্থির চোখে চেয়ে কি কাটে এতো বছর
নবমীর চাঁদ আস্তে আস্তে বিদায়
নিচ্ছে মহাশূন্যে ,দূরে যেনো হাসছে অন্তর্যামী।
আর খন্ড করো না আমায়
একটা গোটা আমি থাকি তোমার ভিতরে।।
বাকিটা জুড়তে জুড়তে
এগোব শেষের পথে
…. দশমী নামার পর।।