নতুন বিভাগ চালু হল ‘লেখা’তে
এবার থেকে প্রতি মাসের সবথেকে জনপ্রিয় লেখাগুলোকে একসাথে একজায়গায় দিয়ে দিচ্ছি আমরা। মে মাস থেকেই শুরু হচ্ছে এই বিভাগ। আশাকরি পাঠকদের ভাল লাগবে।
বৃষ্টি কিন্তু এসেই গেল। অসহ্য গরম আর বিরক্তি এবারে কিছুদিনের জন্য শান্তির বারিধারাতে ধুয়ে যাবে। তবে বন্ধুরা খেয়াল করেছেন কি কালবৈশাখী, মুষলধারে বৃষ্টি এগুলো সব কেমন পুরোন নিয়ম ভেঙ্গে নতুন নিয়মে ঘটে চলেছে। অনেকে বিষয়টাকে গ্রীণ হাউস এফেক্ট বলে মুখ মুছে ফেলছেন কিন্তু অনেকে বিষয়টাকে পৃথিবীর প্রতিশোধ বলেও দাবি করছেন।
কারন যাই হোক ঝড় বৃষ্টির এই খামখেয়ালিপনা কিন্তু অনেক সমস্যার সূত্রপাত করছে। ডেসার্টিফিকেশান তার মধ্যে খুব বড় একটি সমস্যা। ডেসার্টিফিকেশান হল সুজলা সুফলা একটি ভূখণ্ডের হঠাৎ মরুভূমিকরণ।
যাই হোক, প্রিয় পাঠক আসুন বারিধারাতে অসুস্থতা, বিরক্তি আর দুঃখকষ্ট ধুয়ে ফেলার প্রস্তুতি নিই।